নারীদের যৌন হয়রানি থেকে বাঁচাবে জুতা

তথ্যপ্রযুক্তি

স্বদেশবাণী ডেস্ক: ক্রমবর্ধমান নারী নির্যাতন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। প্রত্যেকটি জায়গা নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছুই করতে পারছে না।

তবে নারীদের যৌন হয়রানি বা নির্যাতন থেকে রক্ষা করতে অভিনব এক ডিভাইস আবিষ্কার করেছেন ভারতের পশ্চিম বর্ধমানের লাউদহার তিলাবনি গ্রামের সৈয়দ মোশারফ হোসেন।

হুগলির ব্যাণ্ডেলের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি-টেক নিয়ে পড়াশোনা করেছেন মোশারফ হোসেন।

কেউ আক্রমণ করার সঙ্গে সঙ্গে প্রতি ২ সেকেন্ড অন্তর এই ডিভাইসের মাধ্যমে ১২০০ ভোল্টের বিদ্যুৎ পরিবাহিত হবে তার শরীরে। স্বাভাবিকভাবেই তার দ্বারা আক্রমণকারী ছিটকে পড়তে পারে। একই সঙ্গে আধুনিক জিপিএস পদ্ধতির মাধ্যমে ঘটনাস্থলের পূর্ণ বিবরণ পৌঁছাবে প্রতি ৩০ সেকেন্ড অন্তর ৫টি মোবাইল নম্বারে। স্বাভাবিকভাবেই কোথায় নারী আক্রমণের শিকার হচ্ছেন, সে ব্যাপারে প্রায় পূর্ণ বিবরণ থাকছে ওই টেক্সট মেসেজের মাধ্যমে।

মোশারফ হোসেন জানিয়েছেন, ইতোমধ্যে তিনি তার এই আবিষ্কারের জন্য ডবলিউ বিএসসিএসটিতে পেটেন্টের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে নিজের বোনের মাধ্যমে এ ডিভাইসের পরীক্ষাও সেরে নিয়েছেন তিনি।

 

স্ব:বা/ না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *