নির্ধারিত সময়েই টিকা আসবে : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য

স্বদেশবাণী ডেস্ক: স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানিয়েছেন, নির্ধারিত সময়েই সেরাম ইনস্টিটিউটের টিকা বাংলাদেশে পৌঁছাবে।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সচিব বলেন, ‘সেরামের টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আরও তিন সপ্তাহের মতো সময় লাগবে। তাই বাংলাদেশে টিকা আসার যে সময় নির্ধারণ করা হয়েছে, সে সময়ই টিকা আসবে।’

তিনি আরও বলেন, ‘ভারতে টিকা রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার প্রভাব বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির ওপর পড়বে না। বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।’

আবদুল মান্নান বলেন, ‘যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তা দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার সঙ্গে হওয়া চুক্তি। বাংলাদেশ যে চুক্তি করেছে, সেটা সরকারের সঙ্গে সরকারের। এটা আন্তর্জাতিক চুক্তি। নিষেধাজ্ঞার আওতায় সেটি পড়বে না। সুতরাং, হতাশ হওয়ার কিছু নেই। দুশ্চিন্তারও কিছু নেই।’

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে দেশটির সেরাম ইনস্টিটিউট। গত ১৩ ডিসেম্বর ওই টিকা কেনার জন্য সরকার সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে।

ওই চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে মোট ৩ কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

তবে সোমবারই সেরামের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই মাসে তারা আগে স্থানীয় চাহিদা মেটাবে। এরপরই আগ্রহী দেশগুলোয় টিকা রপ্তানি করা হবে। এরপরই বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *