ফরিদপুরে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিনসহ পরিবহন আটক, জরিমানা ১০হাজার

অন্যান্য বিশেষ সংবাদ লীড স্বাস্থ্য

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় ট্রাকভর্তি ৫ টন নিষিদ্ধ পলিথিন পরিবহনের সময় ২ জনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়বাংলা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ট্রাক ড্রাইভার আলামিন (২৫)ও হেলপার আরিজুল ওরফে আজিজুল (২৪)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐ থানার এস, আই মাসুদ, এ এস আই আজিজ, এ এস আই জালাল সন্ধ্যায় ঢাকা – খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় নামক স্হান থেকে বরিশাল – ট ১১- ০১৭৭ নং পলিথিন বোঝাই ট্রাক সহ তাদের উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু ( নির্বাহী মাজিস্ট্রেট) ভ্রাম্যমাণ আদালত আটক করে।

পরে ১০ হাজার টাকা জরিমানায় ট্রাকের ড্রাইভার ও হেলপার কে ছেড়ে দেয় এবং পলিথিন বোঝাই ট্রাক থানায় আটক রাখে।

আটককৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে ।

ট্রাকের ড্রাইভার আলামিন বলেন, ঢাকা কেরানীগঞ্জ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবে এই মালবাহী ট্রাক।পথিমধ্যে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই সোহান প্রথমে গাড়ীটি আটক করলে গাড়িতে নিষিদ্ধ পলিথিন আছে বলে জানি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের হাত থেকে কৌশলে ছাড়া পেলেও জয়বাংলায় নগরকান্দা থানার পুলিশের হাতে আটক হই।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *