বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: আবারও সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. খায়রুল ইসলাম (৪৮) গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে গোবরাকুড়া সীমান্ত অতিক্রম করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গীরা তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক গণমাধ্যমকে ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *