স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বখতিয়ারাবাদ কাদেরীয়া মুখতারীয়া হালকা জিকির ঘর এবং ১৬নং ওয়ার্ডবাসীর উদ্দেগে শুক্রবার বাদ আসর ধর্মীয় শোভাযাত্রা সফলভাবে অনুষ্ঠিত হয়। শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, কাদেরীয়া মুখতারীয়া হালকা জিকির ঘর এর সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ সহ এলাকাবাসী।
শোভাযাত্রা শেষে বখতিয়ারাবাদ ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।
আগামী ২১ নভেম্বর সকাল ৮.৩০মিনিটে বখশিয়া খানকাহ শরিফ হতে ট্রাক যোগে ধর্মীয় র্যালী বের করা হবে। উক্ত শোভাযাত্রায় সকলকে উপস্থিত থাকার জন্য বখতিয়ারাবাদ কাদেরীয়া মুখতারীয়া হালকা জিকির ঘর এর পক্ষ থেকে বিশেষ ভাবে সকলকে অনুরোধ করা হয়।