নাটোরের সিংড়ায় যাত্রী ছাউনি দখল করে ইউপি চেয়ারম্যানের ধানের গুদাম!

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলার সড়কের পাশের একটি যাত্রী ছাউনি এখন ইউপি চেয়ারম্যানের ধানের গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে, জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ২০১৪-১৫ অর্থ বছরে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে সিংড়া উপজেলার ‘রাখালগাছা বাজার যাত্রী ছাউনি’ নির্মাণ করা হয়। কিন্তু কয়েক মাস পরেই ছাউনির চারদিকে ইটের পাচিল তুলে দখল করে নেয় স্থানীয় তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন সরদার। যাত্রী ছাউনিটি তার বাড়ির পাশে হওয়ার কারণে ধানের গুদাম ঘর হিসেবে তিনি ব্যবহার করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, এই বাজার দিয়েই সিংড়া ও আত্রাই থানার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের যাতায়াত। হঠাৎ বৃষ্টি বা রোদের সময় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে বিশ্রাম নেন তারা। কিন্তু নির্মাণের পর থেকেই চেয়ারম্যানের দখলে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ সহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা।

এবিষয়ে স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য হযরত আলী বলেন, ‘যাত্রী ছাউনিটি উদ্বোধনের পর বাজারের জনসাধারণ বসে গল্প-গুজব করতো। রোদ-বৃষ্টিতে অনেকেই বিশ্রাম নিত। আবার মাঝে মাঝে এখানেই গ্রামের সালিশ-দরবারও হতো। কিন্তু সেটি এখন তালাবদ্ধ থাকে।’

ইউপি সদস্য আহসান হাবিব বলেন, ‘এই ছাউনি সেবা কেন্দ্র বা আশ্রয়স্থল। ঝড়-বৃষ্টি হলে জনগণ এখানেই তো আশ্রয় নিবে। এটা বন্ধ রাখায় জনগণের সমস্যা হচ্ছে।’

তাজপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন বলেন, ‘এটা মিথ্যা কথা। আমার বিপক্ষের লোকজন অপ্রচার চালাচ্ছে। গ্রামের মানুষের সেখানে কিছু ধান রয়েছে। আমার কোন কিছু নেই। তবে, যাত্রী ছাউনি হিসেবে ব্যবহার হওয়া উচিত। আমি খুব তাড়াতাড়ি এটা ফাঁকা করে দিবো। যাতে যাত্রী ছাউনি হিসেবে ব্যবহার করা যায়।’

এবিষয়ে নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এলাকাবাসী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’সূত্র: রাইজিংবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *