‘অহিংস রাজনৈতিক পরিবেশ তৈরিতে সবার আগে কেন্দ্রীয় পর্যায়ে ঐক্যমত প্রয়োজন’

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: অহিংস রাজনৈতিক পরিবেশ তৈরিতে সবার আগে কেন্দ্রীয় পর্যায়ে ঐক্যমত প্রয়োজন। তৃণমূল পর্যায়ে সদ্ভাব রয়েছে। নেতা কর্মীরা এখানে একই জায়গাতে থাকে। তদেও মধ্যে যে মতভেদ তা রাজনৈতিক।

কেন্দ্রীয় পর্যায় থেকে অহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রয়াস ছাড়া রাজনীতিতে সহিংসতা বন্ধ হবে না। তবে এ ক্ষেত্রে পরিবার এবং সমাজ থেকে সহনিশীল সমাজ গড়ার প্রয়াস চালাতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, জাতীয় পার্টি মহান্গর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ডালিম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান রানা, সাংবাদিক রাশেদ রিপন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, জেলা মহিলা লীগের সহ সভাপতি রোকসানা মেহেবুব চপলা এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ আঞ্চলিক সমন্বয়কারি মাসুদ আহাম্মেদ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *