বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া (হরিহরপুর) গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষে হামলায় বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ১২.৩০ মিনিটে জিয়াপাড়া (হরিহরপুর) গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫) এর বাড়িতে একই গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে মহসীন আলী (৫৫), মৃত সহর এর ছেলে আনোয়ার হোসেন (৫৮), মমতাজ এর ছেলে মরু (২০), ফয়েজ উদ্দিন এর ছেলে ইসরাইল (৪২), মৃত অছির এর ছেলে আঃ লতিফ (৪২) মৃত ফয়েজ এর ছেলে ফজলু (৪২), আঃ হামিদ এর ছেলে আমিনুল (৩৬), আনোয়ার এর ছেলে সবুর (২৪), মৃত বয়েজ উদ্দিন এর ছেলে মোজাম্মেল (৫১), তনজের আলী এর ছেলে মমিন (২০) মৃত কছিম আলী এর ছেলে আনিছার (৫১) সহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা বাড়ি ঘর ভাংচুর করে এবং রমজান আলী কে প্রান নাশীর হুমকী দেয়।
এসময় রমজান আলী নিজের জীবন রক্ষাতে রাতের আধারে ঐ গ্রামে এরশাদ আলীর বাড়িতে আঞ্চয় নেয়। ইতি পূর্বে এদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো এবং এদের উপর একাধিক মামলা রয়েছে। এলাকার সূত্রে জানা যায় গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে এদের দুপক্ষে মামলা চলছে। রমজান আলী সহ বাড়ির সকল সদস্য জীবনের ভয়ে পালিয়ে আছে।