বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে বুধবার সকাল থেকে সারাদিন চারশত বিশটি হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজির ৩০কেজি করে চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খাদ্য অফিসারের প্রতিনিধি সোহরাব আলী, ট্যাগ অফিসার রবিউল ইসলাম, বাগমারা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব।
এসময় চাল গ্রহিতাদের সাথে কথা বললে ইন্দ্রপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মহাসিন আলী,বিষ্ণপুর গ্রামের আকালুর ছেলে আঃ হাকিম,সাইধাড়া গ্রামের অছিরের স্ত্রী হাসিনা বেগম সহ অনেকেই বলেন আমরা প্রতি কেজি ১০ টাকা হারে ৩০০টাকায় ৩০কেজি করে চাল পেয়েছি।
এবিষয়ে ডিলার সাহাদত হোসেন সাগরের সাথে কথা বললে তিনি বলেন এ চাল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার চাল। আমি ডিলার থাকা অবস্থায় এ চাল কাউকে কম দেওয়া হবে না। এছাড়া ও তিনি বলেন আমি ইতিপূর্বে এ চাল সুষ্ঠভাবে বন্টন করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যৎতে ও সুষ্ঠভাবে এ চাল গরিব দুখীর মাঝে বন্টন করবো।