বাগাতিপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রাথমিক শিক্ষকদের প্রতিবাদ

রাজশাহী লীড শিক্ষা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠি চার্জের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় এক যোগে ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করেছেন।

শনিবার সকাল ১১ টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত স্ব-স্ব বিদ্যালয়ে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচী পালন করেন।

বাগাতিপাড়া উপজেলার আন্দোলন কমিটির সদস্য সচিব বজলারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ছিল।

সেখানে শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। এঘটনায় সারাদেশের ন্যায় বাগাতিপাড়া উপজেলার ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *