রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক- ৩৩

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

এর মধ্যে, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৮ জন, বাগমারা থানা ১ জন, দূর্গাপুর থানা ৬ জন, চারঘাট মডেল থানা ২ জন, বাঘা থানা ৬ জনকে আটক করে।

যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

এছাড়াও গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ ইমরান(ইমাম)(৩০) কে ১৫গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মোঃ জাহাঙ্গীর আলম(৩২) কে ১২পিচ ইয়াবা, মোঃ রায়হান আলী(২১) কে অবৈধ মাদকদ্রব্য সেবন এবং মোঃ আমির হোসেন(৪২) কে ১৭০গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মোঃ আসাদুল ইসলাম(২৬) কে ৩বোতল ফেন্সিডিলসহ আটক করে। দূর্গাপুর থানা পুুুলিশ মোসাঃ জুমেরা খাতুন(৩০) কে ৩০০গ্রাম গাঁজাসহ আটক করে।

চারঘাট মডেল থানা পুলিশ মোঃ রবিউল ইসলাম(৪৫) কে ৭বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ জুয়েল রানা(৩৩), মোঃ বাদশা আলম(২৮), মোঃ মিলন হোসেন(৩৪) কে ৮বোতল কোডিনযুক্ত মাদক ফেন্সিডিল এবং মোঃ সজিব(২৭) কে ৬বোতল কোডিনযুক্ত মাদক ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *