আসন্ন রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন উপলক্ষে কেউ চাঁদা চাইলে জানানোর অনুরোধ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে কেউ অর্থ দাবি করলে তা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা সম্মেলনের অর্থ উপকমিটির আহ্বায়ককে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মোবাইল নম্বরও প্রচার করা হয়েছে। নম্বরটি হলো- ০১৭১১৫২৮৩৪৬। সোমবার বিকালে নগরীর লক্ষ¥ীপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু।

সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতারা উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত হয়, সম্মেলনের অর্থ সংস্থান কেবল অর্থ উপকমিটিই করবে। উপকমিটি মনে করলে জেলা আওয়ামী লীগের পদে থাকা নেতাদের কাছ থেকে টাকা নিতে পারবে। তবে এর বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেয়া যাবে না।

আর উপকমিটির বাইরে কেউ কারও কাছ থেকেই সম্মেলনের নামে টাকা নিতে পারবে না। অর্থ উপকমিটির আহ্বায়ক রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। সদস্য হিসেবে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, বেগম আখতার জাহান, জিনাতুন নেসা তালুকদার, মেয়র গোলাম রাব্বানী, মনিরুল ইসলাম বাবু, শহিদুজ্জামান শহিদ, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ ও রবিউল ইসলাম রবি।

সভায় আরও উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেরাজ উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম আখতার জাহান, জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু, মকবুল হোসেন খান, অধ্যক্ষ একরামুল হক, আব্দুল মজিদ সরদার, জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মনসুর রহমান এমপি, সদস্য আয়েন উদ্দন এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *