নানিবাড়ি যাওয়ার আগেই মায়ের চোখের সামনে সন্তানকে কেড়ে নিলো ট্রাক

জাতীয় লীড

পাবনা প্রতিনিধি: বার্ষিক পরীক্ষার পর স্কুল ছুটি হওয়ায় মায়ের সাথে নানিবাড়ি যাচ্ছিল শিশু আজিজুল (৬) ও তার তার ছোট ভাই। কিন্তু পথিমধ্যে মা রুপা খাতুনের চোখের সামনেই ট্রাকের চাকায় প্রাণ গেল আজিজুলের।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনা- ঢাকা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত আজিজুল সাঁথিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্কুলশিক্ষক আব্দুল খালেক জানান, দুপুর ১২টার দিকে আজিজুল ও তার ছোট ভাইকে নিয়ে মা রুপা খাতুন উপজেলার মাহমুদপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। তারা একটি ভ্যান গাড়িতে বনগ্রাম বাজারের মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় পাবনাগামী একটি ট্রাক এসে তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশু আজিজুল পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়।

এদিকে চোখের সামনে দু’ছেলের একজনের মা রুপা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। স্থানীয়রা এসে ওই মা ও তার অপর সন্তানকে উদ্ধার করে। তারা কিছু সময়ের জন্য রাস্তা অবরাধও করে রাখেন। কিন্তু ঘাতক ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে ও তার গাড়িকে আটক করা যায়নি।

মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক ট্রাকের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ দুর্ঘটনার জন্য স্থানীয়রা বনগ্রাম এলাকার মহাসড়কের দু’পাশে অবৈধভাবে স্ট্যান্ড করে থাকা ট্রাক, অটোবাইক, রিক্সা ও অটোবাইককে দায়ি করেন। তারা জানান, যানবাহন দিয়ে রাস্তার দু’পাশ আটকানো থাকায় পথচারিরা রাস্তার দু’দিক ঠিকমত দেখতে পারেন না। এজন্য এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *