ভাড়া বেশি নেয়ায় মহানন্দা এক্সপ্রেসের ৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেসে ভাড়া বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার শুনানীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স এনএল ট্রেডিং(বেসরকারী ব্যবস্থাপনায় রেলওয়ে কার্যক্রম পরিচালনা অথরিটি) কে এই জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার রাজশাহীর কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী পর্যন্ত ১৬নং মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২৫ টাকার বদলে ৩০ টাকা নেয়ায় হয়। একজন ভোক্তা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি আজ শুনানী করা হলে অভিযোগ প্রমাণিত হয় ও মেসার্স এনএল ট্রেডিংকে জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযোগকারীকে জরিমানার ২৫% টাকাও দেয়া হয়েছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *