রাজশাহীর কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে  বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানা নাসরীন। সভা পরিচালনা করেন প্রাক্তন ছাত্র ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী।

সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি একটি উপদেষ্টা কমিটি এবং একটি অর্থ কমিটি গঠন করা হয়।

সভায় বিদ্যালয়ের সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীগণকে ৩১ শে জানুয়ারী ২০২০ তারিখের মধ্যে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টায় বিদ্যালয়ে এসে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে ফরম পুরনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়।

সেই সাথে উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম বাবু, রাজশাহী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রধান, অধ্যাপক মোঃ আশফাকুর রহমান, মোহানপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ মনোয়ারুল হাসান প্রিন্স, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিলকিস বানু, প্রাক্তন ছাত্র ও নিউজিল্যান্ড ডেইরি ফার্ম এর রাজশাহী কোজন এর কর্মকর্তা মোঃ হাসান আলী সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও প্রাক্তন ছাত্র মোঃ বখতিয়ার, প্রাক্তন প্রবীন ছাত্র মোঃ আমজাদ আলী প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *