আহত সময় টিভির ক্যামেরাপারসনকে দেখতে গেলেন বিএনপির প্রার্থী ইশরাক

গণমাধ্যম জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সময় টেলিভিশনের ক্যামেরাপারসন আশরাফুল ইসলামকে দেখতে গেছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার মগবাজারের বাসায় তাকে দেখতে যান ইশরাক।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে গণসংযোগ চলাকালীন ইশরাক হোসেন ও নৌকার প্রার্থী ফজলে নূর তাপসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩ সাংবাদিকসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইশরাক বলেন, সময় টিভির ক্যামেরাপারসন আশরাফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলাম এবং আহত আরেকজন সাংবাদিক নয়া দিগন্তের তৌহিদ সাহেব ওনাকেও আমরা দেখেছি। উনিও গুরুতর আহত হয়েছেন।

এসময় অভিযোগ করে তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি হচ্ছে সেদিন সম্পূর্ণ বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই আমাদের ওপর বড় বড় ইট নিক্ষেপ করা হয়। এটার কোনো প্রয়োজন ছিল না। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *