ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সেমিনার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “নভেল করোনা ভাইরাস এ্যান আপডেট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক কালে চীনসহ সারাবিশ্বে নভেল করোনা ভাইরাস এর অস্বাভাবিক প্রাদূর্ভাবের প্রক্ষিতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হাবিব এর সার্বিক প্রচেষ্টায় “নভেল করোনা ভাইরাস” প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে ফার্মাকোলজী বিভাগের প্রফেসর ডাঃ মামুন উর রশীদ প্রধান বক্তা হিসেবে নভেল করোনা ভাইরাস এর সংক্রমন থেকে পরিত্রান পেতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকলকে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে একসাথে কাজ করার আহবান জানান।

এছাড়া মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান নভেল করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন । অনুষ্ঠানের সভাপতি ও কলেজে অধ্যক্ষ নভেল করোনা ভাইরাস রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সচেতনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।

তিনি কলেজের সর্বস্তরের সদস্যদের অংশ গ্রহনের মাধ্যমে কলেজ ও হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন।

ফার্মাকোলজী বিভাগের প্রভাষক ডাঃ জনাব আলী মুস্তাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ ওবায়দুল্লাহ, প্রফেসর ডাঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ এস.এম. আশরাফ হোসেন, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেরস ডাঃ লায়লা আক্তার সহ কলেজের সকল শিক্ষক ও চিকিৎসকবৃন্দসহ ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *