স্টাফ রির্পোটার:
বর্তমান বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ। বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক প্রকল্প সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু হাইটেক পার্ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম রাজশাহীর সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজ। প্রকল্পের কাজ ইতিমধ্যে ২৫% শতাংশ শেষ হয়েছে। আগামী ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করেন। সামগ্রিক ভাবে দৃশ্যমান হয়েছে। মাথা তুলে দাঁড়িয়েছে সরাসরি পিলার। চলছে মাটি ভরাট, আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টের সিস্টেম যুক্ত প্লানটিরায়াম, সায়োন্টিফিক এন্ড ডিজিটাল এক্সিবিটস, কম্পিউটারাইজ টিকেটিং অ্যান্ড ডেকোরেটিং সিস্টেমসহ নানা সুবিধা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে রাজশাহীর অপার সম্ভবনার দার খুলবে বলে সংশ্লিষ্টরা। সৌন্দর্যবর্ধন, কর্মসংস্থান ও আইটিতে যুগন্তকারী মেগা প্রকল্প। এতে হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। উন্নয়নের ধারা প্রবাহিত হবে।
আইসিটি মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, আইসিটি মন্ত্রণালয়ের কাজটি করছেন শামসুদ্দিন মিয়া এন্ড এসোসিয়েট লিঃ ঠিকাদারী প্রতিষ্ঠান। সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু হাইটেক পার্ক ১০ তলার টাওয়ারসহ ৫ তলা টাওয়ার ৪টি। আন্ড্যারগাউন্ড বেজমেন্ট, গাড়ি পার্কিং, শেয়ার ওয়াল, ও বাউন্ডারির কাজ দৃশ্যমান হবে। চারিদিকে থাকবে সোলার প্যানেল, অত্যাধুনিক লাইব্রেরী, জিম, গেষ্ট হাইজ, টয়লেট, প্রতিবন্ধী টয়লেট, প্রতিটি ফ্লোরে অত্যাধুনিক টাইলসের কাজ হবে। দৃষ্টিনন্দন সুইমিং পুল, কাজটি হচ্ছে উন্নতমানের। তথ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষত ইন্টারটেন, ও আধুনিক জ্ঞান, সাধারন মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করা ও বিনোদনের মাধ্যমে শিক্ষার সুযোগ সৃষ্টির। বিজ্ঞান সংশ্লিষ্ট কুসংস্কার দূর করতে প্রকল্পটি গ্রহন করা হয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। বিজ্ঞান মনষ্ক ও ইন্টারনেট সহ কর্মবৃদ্ধিতে আধুনিক নাগরিক তৈরিতে বিজ্ঞানের সুযোগ সুবিধা রাজধানীর বাইরে ছড়িয়ে দেওয়া এই প্রকল্পে মূল উদ্দেশ্যে।
সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মনির হোসেন বলেন, উন্নতমানের রড, সিমেন্ট, পাথর, বালু, ইট দিয়ে কাজ করা হচ্ছে। নিজেস্ব যন্ত্রপাতি দিয়ে কাজ করায় কাজটি হবে দীর্ঘ মেয়াদি। সরজমিনে প্রকল্প ঘুরে দেখা গেছে, সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু হাইটেক পার্কে ১০ তলা টাওয়ার অফিস ব্লাকের নির্মান কাজ চলছে। মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি পিলার। চলছে মাটি ভরাটের কাজ। মাটি ভরাটের কাজ শেষ হলে আরো নির্মান কাজ শুরু হবে। লেকটি হবে দৃষ্টিনন্দন। নির্মান কাজ শেষ হলে প্রকল্পটি সৌন্দর্যবর্ধনে বিশেষ ভূমিকা রাখবে। এলাকাবাসী বলেন, সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সৌন্দর্যবর্ধন আইসিটি ও কর্মসংস্থানের ক্ষেত্রে যুগন্তকারী প্রকল্প। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ করছে উন্নতমানের এই প্রকল্পটির জন এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মেয়র রাসিক এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে প্রকল্পটি।