নানা আয়োজনে ১৪ নং ওয়ার্ডে মুজিববর্ষ উদ্যাপন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: দিনব্যাপি নানা আয়োজনের মধ্যদিয়ে ১৪ নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হলো। আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন আনারের উদ্দোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তেরখাদিয়া মোড়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকারকে সাথে নিয়ে কেক কাটা হয়। কেক কেটে ও আতশবাজীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্ভোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার । এসময় আতশবাজিতে আলোকিত হয় অনুষ্ঠাস্থল। চোখ ধাঁধাঁনো আতসবাজি মুগ্ধ করে সকলকে।
এরপর চলে সঙ্গীতানুষ্ঠা, নিত্ব ও গান পরিবেশনা। এর আগে বিকাল ৪টায় ওয়ার্ড কার্যালয় শিশু কিশোরদের কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিগন জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকান্ডসহ কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা করেন। কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ডাবলু সরকার এবং ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার ।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ মোসাব্বিরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি মোঃ বাবলুর রহমান বাবু, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুম, ১৪ নং ওয়ার্ডের ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম প্রান্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আরাফাত বিন হাবিব সহ উয়ুথ ক্লাবের সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও গন্যমান্যব্যাক্তি ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *