অভুক্ত বেওয়ারিশ কুকুরের খাবারের দায়িত্ব নিলো বাগাতিপাড়ার “সিপিসি”

রাজশাহী
বাগাতিপাড়া প্রতিনিধিঃ  করোনা ভাইরাস মোকাবেলায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষ যখন ঘর বন্দি জীবন যাপন করছে। তারই সাথে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বন্ধ রাখতে হচ্ছে বাজারের সকল প্রকার খাবার হোটেল-রেস্তোরা গুলো। পথের কুকুর গুলি অভুক্ত রয়েছে হোটেল ও রেস্তোরা বন্ধ থাকায়। ঠিক তখনই বেওয়ারিশ অভুক্ত কুকুরের খাবারের দায়িত্ব নিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন করোনা প্রতিরোধ কমিটি “সিপিসি”।
উপজেলার বিহারকোল বাজার, মালঞ্চি , দয়ারামপুর, তমালতলা ও জামনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজারের বেওয়ারিশ অভুক্ত কুকুুরের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করছে সিপিসি। আর সেই খাবার গুলি সন্ধার পর থেকে দেওয়া হয়।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টায় অভুক্ত কুকুরদের খাবার দেন জামনগর ইউনিয়ন সিপিসি’র দলনেতা রাজিবুল ইসলাম বাবু সহ স্বেচ্ছাসেবী জোবাইদা খাতুন, নয়ন আলী, মিঠন কুমার পাল, সুমন কুমার, বোরহান প্রমূখ।
“সিপিসি’র” সেচ্ছাসেবীরা এবিষয়ে বলেন, বিশেষ করে ডাস্টবিন ও নালা-নর্দমায় ফেলে দেয়া হোটেল-রেস্তোরার খাবারের উচ্ছিষ্ট অংশ খেয়েই বেওয়ারিশ কুকুরেরা ক্ষুধার জ্বালা নিবারন করে। সেই উচ্ছিষ্ট খাবার না পেয়ে কুকুর গুলিকে অভুক্ত থাকতে দেখা যায়। তারা মনে করেন, এইভাবে না খেয়ে থাকতে থাকতে হিংস্র পশুতে রূপ নিতে পারে ওই কুকুরগুলো তাই স্বেচ্ছাসেবীরা সকলে আলোচনার মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ মোড় বাজারের বেওয়ারিশ অভুক্ত কুকুুরের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেন। তারা আরও বলেন করোনর ভয়াবহতা থেকে দেশ বা এই উপজেলা মুক্ত না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমটি চালিয়ে যাবেন।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *