রাজশাহীর মোহনপুরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ 

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী ট্রাফিক বিভাগের পক্ষ হতে মোহনপুরে ৫০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৬ মে (বুধবার) ইফতার শেষে মাননীয় পুলিশ সুপার রাজশাহী জেলা মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক বিভাগের পক্ষ হতে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় করোনা ভাইরাসজনিত কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা ‘মানুষ মানুষের জন্য’ মানবিক কর্মসূচীর আওতায় ৫০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি আলু এবং সবজি রয়েছে।

টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টিআই মোঃ নজরুল ইসলামসহ মোহনপুর ট্রাফিক শাখার সার্জেন্ট মোঃ আতিকুর রহমান, সার্জেন্ট মোঃ মামুন অর রশিদ, টিএসআই মোঃ আবুল কালাম আজাদ, এটিএসআই মোঃ সুজাউর রহমান, সুজন, হামিদুর রহমান, আফজাল হোসেনের সহযোগিতায় এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদসহ সঙ্গীয় ফোর্স।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *