শব-ই-ক্বদর ২০২০ উপলক্ষ্যে মাননীয় মেয়রের বাণী

চারণ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি: শব-ই-ক্বদর ২০২০ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র উল্লেখ করেন, শবে ক্বদরের অর্থই মহিমান্বিত রজনী। এ রাতেই মহান আল্লাহ্তায়ালা মহানবী হযরত মুহম্মদ (সা.) এর মাধ্যমে মানব জাতির জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেন।

আল্লাহ্তায়ালার প্রিয় হাবিব মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর উম্মতগণের জন্য বিশেষ রহমত স্বরূপ শবে ক্বদরকে হাজার মাস অপেক্ষা উত্তম করেছেন। এ রাতে উম্মতগণকে আত্মশুদ্ধি লাভের বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। শবে ক্বদরে সকলের প্রতি ইবাদত বন্দেগীর আহবান জানিয়ে দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করছি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *