নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলা চান্দাই ইউনিয়নের চান্দাই সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চান্দাই গ্রামের সাবের হোসেনের ছেলে জিল্লুর রহমান জুলু মিয়া (৫০) ও তার ছেলে রাজিব হোসেনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ও উপজেলা চেয়াম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সমর্থকের মধ্যে বিতর্ক বাধে। এর এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষে অন্তত ৭জন আহত হয়। এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসপতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ মাহমুদ জানান, আহতদের দুই জনের মাথায়, কবজি ও পিঠে কুপিয়ে জখম করা হয়েছে। অবস্থার অবনতির হওয়ায় তাদের  রাজশাহীতে প্রেরন করা হয়েছে।
বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস বলেন, মারামারি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত সন্দেহে এহিয়া নামের একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *