প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহীতে কাজীহাটা-সিপাইপাড়া প্রিমিয়ার লিগ (কেএসপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। রাজশাহী কালেক্টরেট মাঠে মাসব্যাপী এই টুর্নামেন্ট চলবে। এবার টুর্নামেন্টের চতুর্থ আসরে ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে কাজীহাটা স্টার ও কাজীহাটা পরস্পর পরস্পরের মুখোমুখি হয়।
টুর্নামেন্টের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কেএসপিএলের প্রতিষ্ঠাতা সাঈদ হাসান বারিক, এবারের আহ্বায়ক হাসান আলী প্রমুখ।