রামেকে করোনায় ২ চিকিৎসকের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে ডা. আফতাব উদ্দিন (৬৮) ও ডা. আবদুর রহমান (৬৫) নামে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস দুই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক জানান, রোববার বেলা ৩টার দিকে ডা. আবদুর রহমানের মৃত্যু হয়। তার আগে দুপুর দেড়টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. আফতাব উদ্দিনের মৃত্যু হয়। তারা রামেক হাসপাতালে চাকরি করতেন। চাকরির বয়স শেষে দুজনই অবসর নিয়েছিলেন।

এছাড়া করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হয়েছিলেন।

ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। আর ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের অধিবাসী।

রামেক হাসপাতালের ডিডি বলেন, তারা দুজনেই করোনা পজিটিভ ছিলেন। নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে তাকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *