পবিত্র আশুরা উপলক্ষ্যে মেয়র লিটনের বাণী

রাজশাহী

স্টাফ রিপোর্টার: পবিত্র আশুরা উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র বলেন, ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহ্র নিকট হৃদয় বিদারক ঐতিহাসিক দিবস।

যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহবান। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও খলিফায়ে রাশেদিনের ওফাতের পর মুসলিম রাষ্ট্রে লোভ ও হিংসার বশবর্তীতার কারণে সপ্তদশ শতাব্দীতে ইরাকের ফোরাত নদী আর কারবালাই করুণ দৃশ্যের অবতারণা ঘটে।

যেখানে শহীদ হয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)সহ অনেক সাহাবী। শহীদগণের জীবনোৎসর্গ পৃথিবীর সকল মুসলমান তথা বিশ্ববাসীকে আজও অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে উৎসাহিত করছে।

আমি শোকাবহ আশুরাই কারবালাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *