প্রাণঘাতী করোনা ভাইরাসে রাজশাহী বিভাগে ২৭৩ জনের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নাটোরে একজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে।

এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৮ জন।

বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৫৫ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নাটোরে ২ জন ও বগুড়ায় ৩৮ জন। তবে নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৬ জন, নওগাঁয় ১ হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯৩ জন, জয়পুরহাটে ১০০৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৩ জন, নাটোরে ৬৮৮ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও পাবনায় ৯৩৩ জন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *