চট্টগ্রামে আ.লীগ ছাড়া সব মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম চৌধুরী ছাড়া বাকি সব মেয়র প্রার্থী তাদের জামানতও রক্ষা করতে পারেননি।

নির্বাচনি বিধান অনুযায়ী, জামানত রক্ষায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। এ সিটিতে ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩ ভোট পড়েছে। এ হিসাবে জামানত রক্ষায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬৮টি ভোট পেতে হবে।

নির্বাচনে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম ৪ হাজার ৯৮০ ভোট, এনপিপির আবুল মনজুর ৪ হাজার ৬৫৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন ২ হাজার ১২৬ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ১ হাজার ১০৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী সর্বনিম্ন ৮৮৫ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রদত্ত ভোটের ৮৪ দশমিক ৫৮ শতাংশ ভোটই পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। অপরদিকে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ১২ দশমিক ০২ শতাংশ।

এতে আরও দেখা গেছে, ভোটে একটি কেন্দ্রে সর্বনিম্ন এক দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রটি হচ্ছে হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-২)। এ কেন্দ্রে ৩ হাজার ৮২ ভোটের মধ্যে মাত্র ৪২টি ভোট পড়েছে। এর মধ্যে নৌকা পেয়েছে ৩৭টি এবং ধানের শীষ তিনটি।

অপরদিকে ইপিজেড এলাকার এহয়াউল উলুম আরবিয়া মাদ্রাসা (মহিলা ভোটকেন্দ্র) কেন্দ্রে সর্বোচ্চ ৯৩ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে ৩ হাজার ১০৮ ভোটের মধ্যে ২ হাজার ৯১৬টি ভোট পড়েছে। এর মধ্যে নৌকাই পেয়েছে ২ হাজার ৭৮৭টি এবং ধানের শীষ ৮৬টি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *