রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরখাস্ত

বিশেষ সংবাদ রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: পুলিশ লাইনে ক্লোজ হওয়ার একদিন পর সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। স্কুলছাত্রী সুমাইয়া আকতার বর্ষা আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলছাত্রী বর্ষার ঘটনায় পুলিশের অবহেলা আছে কি না জনতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। মঙ্গলবার কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ ওসি আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

গত ২৩ এপ্রিল প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার হন নবম শ্রেণীর ছাত্রী বর্ষা। ওই দিন বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে খানপুর বাগবাজার এলাকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী বখাটে মুকুলকে পুলিশ আটক করলেও সকালে ছেড়ে দেয়া হয়।

এরপর টানা চার দিন মামলা করতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো বর্ষার বাবাকে আটকে রেখে হয়রানি এবং পিটিয়ে দাত ভেঙ্গে দেয়ার হুমকি দেন ওসি। এসব ক্ষেভে গত ১৬ মে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বর্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *