বাগাতিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়সারা তামাকের সেমিনার

রাজশাহী লীড

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তামাকের ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দায়সারা সেমিনার করার অভিযোগ উঠেছে। অংশ গ্রহনকারীদের উপস্থিতি অর্ধেক। বরাদ্ধকৃত উপকরণ ঠিকমতো না দেওয়ার অভিযোগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গতকাল আয়োজিত তামাকের ক্ষতিকর প্রভাব ও তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক সচেতনতার লক্ষে উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স এর কর্মকর্তা দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফ সহ অন্যান্যদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা। অথচ জানাযায় সর্বোচ্চ অংশ গ্রহনকারী উপস্থিত ছিলেন ২৪জন। প্রত্যককে স্বল্প মূল্যের একটি করে কলম, একটি খাতা ও একটি প্লাস্টিক ফাইল দেওয়া হয়।

অভিযোগ অস্বিকার করে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম দাবি করেন, ‘কয়েকজন বাদে মোটামুটি সকলেই উপস্থিত ছিলেন। সেমিনারে সাংবাদিকদের বলার নির্দেশনা ছিলো না। অংশ গ্রহনকারীদের জন্য ৯শত টাকা বরাদ্ধ ছিলো সকলকে তাই দিয়েছি। স্টেশনারী যা দেওয়া হয়েছে তাতে অন্যান্য উপজেলার চাইতে অনেক ভালো। রমজান মাসে সেমিনার হওয়ায় খাবারের কোন বরাদ্ধ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *