রাসিকের মাস্টারপ্ল্যান হবে দেশের রোল মডেল: মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রশাসন ব্যবস্থা, আর্থ-সামজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। প্রচলিত জায়গা থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন এক জায়গায় নিয়ে এসেছেন, যা পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে বিশে^র বিস্ময় হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু দূভার্গ্য আমাদের বাঁচতে দেওয়া হলো না। তারপর ৭৫ পরবর্তী ২১ বছর সময় নষ্ট হলো। এই ২১ বছর মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে দমিয়ে রাখা হলো। আমাদের দেশের জন্য কাজ করতে দেয়া হয়নি। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পথে পথে ঘুরে মানুষকে বোঝাতে সক্ষম হলে তিনি দেশের জন্য কিছু করতে পারেন।
মেয়র আরো বলেন, এই দেশ আমাদের সকলের। সবাই মিলে বাংলাদেশকে গড়তে হবে। প্রশাসন হতে হবে জনমুখী-গণমুখী। দেশের ভালোর জন্য প্রয়োজনে আমাকে আমার সব দিতে হবে-এমন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের কল্যানে কাজ করতে হবে।
মেয়র বলেন, ২০১৬ সালে দূষণ কমানোয় বিশে^ চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। এটা ধরে রাখতে চাই এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।
মেয়র আরো বলেন, রাজশাহীর উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান পাওয়ার চায়না মাস্টারপ্ল্যান তৈরি করছে। এই মাস্টারপ্ল্যান হবে বাংলাদেশের রোল মডেল। ৫০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান অনুযায়ী রাজশাহীর সার্বিকদিকে উন্নয়ন করা হবে।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিয়াম ফাউন্ডেশন, বগুড়ার কোর্স পরিচালক (উপ-সচিব) মোহাঃ আব্দুর রফিক। সিটি কর্পোরেশন নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী আশরাফুল হক। আরো উপস্থিত ছিলেন মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব আলমগীর কবির। সঞ্চালনায় ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং মেয়র মহোদয়কে বিভিন্ন প্রশ্ন করেন। পরে ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা মেয়র খায়রুজ্জামান লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ায় ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিসিএস প্রশাসনের ৩জন, বিসিএস মৎসের-১জন, বিসিএস পুলিশের ৫জন, বিসিএস সড়ক ও জনপথের ২জন, বিসিএস বাণিজ্যের ৩জন, বিসিএস প্রাণী সম্পদের ৫জন ও বিসিএস কৃষির ২৩ জন ক্যাডার প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে আজ তারা রাজশাহী পরিদর্শনে এসেছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *