কেশবপুর শিশু অধিকার, জেন্ডার ও সুরক্ষা মুলক আচরন সম্পর্কে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

জাতীয়

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  যশোরের কেশবপুরে পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় উপজেলা শাখার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শিশুদের সহিত ০৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শনিবার বিকালে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে সুবিধা বঞ্চিত শিশুদের শিশু অধিকার, জেন্ডার এডভোকেসী ও সুরক্ষা মুলক আচরন সম্পর্কে প্রশিক্ষিত করা হয়।

প্রশিক্ষণের শেষ দিনের সমাপনী সেশনে সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি পিয়া দাস। বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কেশবপুর উপজেলার শিশু অধিকার ফোরামের প্রতিনিধি সাংবাদিক এস আর সাঈদ, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক বিশিষ্ট গবেষক ও মানবাধিকার কর্মী মিলন দাস, পরিত্রাণ এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, জেন্ডার ফোকাল পার্সন স্নেহলতা মল্লিক প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস। প্রশিক্ষণে ১৫ জন কিশোর কিশোরী অংশগ্রহন করেন যার মধ্যে ৯ জন কিশোরী এবং ৬ জন কিশোর উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *