‘সম্মানরক্ষার্থে’ ছেলেকে খুন করলেন বাবা-মা

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক:  একজন চলচ্চিত্র নির্মাতাকে খুন করে আবর্জনার থলিতে ফেলে দেওয়া হল তার দেহ। বাবাক খোররামদিন নামের এই পরিচালককে খুনের দায় স্বীকার করেছেন মা-বাবা। তাদের দাবি, ছেলে অবিবাহিত থাকায় সমাজে দুর্নাম হচ্ছিল। তাই হত্যার সিদ্ধান্ত। ঘটনাটি ঘটেছে ইরানের তেহরানে।

পরিচালক বাবাক খোররামদিনের বয়স হয়েছিল ৪৭ বছর। তার দেহ উদ্ধার হয়েছে পশ্চিম তেহরানের একবাতান নামে শহরে। দেহটি আবর্জনার একটি ব্যাগে মুড়ে ফেলা হয়েছিল। তদন্তে নেমে পুলিস জানতে পারে, এটি ‘সম্মানরক্ষার্থে খুন’। তার মা-বাবাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়।

তেহরান আদালতের বিচারপতি মহম্মদ শাহরিয়ারি জানিয়েছেন, খোররামদিনের বাবা দোষ স্বীকার করেছেন। তার বক্তব্য, ছেলেকে বেহুঁশের ওষুধ খাইয়ে খুন করার পর ধারালো অস্ত্র দিয়ে দেহ কেটে থলিতে পুরেছেন।

রোকনা ওয়েবসাইট খোররামদিনের বাবা জানান, ‘আমার ছেলে অবিবাহিত। আমাদের বিরক্ত করত। একদিনও আমরা নিরাপদ অনুভব করতাম না। যা ইচ্ছা তাই করত। ওঁর মা ও আমি মিলে সিদ্ধান্ত নিলাম, সমাজে আর সম্মান হারাব না।’ তার কোনও আক্ষেপ নেই বলেও দাবি করেছেন অভিযুক্ত পিতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *