বাঘায় বাসের ধাক্কায় ভটভটি উল্টে মা-ছেলেসহ আঠারো যাত্রী আহত

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ভটভটি উল্টে মা ও ছেলে সহ ভটভটির আঠারো যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা.আতিক মাহমুদ জানান, গুরুতর আহত- ভটভটি চালক দুলাল (৪৫),সবুজের স্ত্রী সাবিনা (৩৫),ছেলে সাব্বির(১৫), আফসারের মেয়ে জোবেদা (২৫) ও মসলেমের স্ত্রী খালেদা(৫০)কে আশংকাজনক অবস্থায় বাঘার স্থানীয় হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা হলেন- মালেকের স্ত্রী নার্গিস বেগম(৪০), আব্দুল লতিফের ছেলে মোহাম্মদদালি (১৫), রফিকুলের স্ত্রী বানুয়ার বেগম (৩৫), ছেলে বাসির আহম্মেদ(৬),নাসিরের স্ত্রী রুপিয়া বেগম(৩৮), লালনের স্ত্রী মাহমুদা বেগম (২০),মতিনের স্ত্রী বুলবুলি (৩০), আফাজের স্ত্রী শুকজান (৩০),শাজানের ছেলে সিফাত (১২)মতিনের ছেলে বাঁধন (১৬,গোলাম রসুলের স্ত্রী নবীজান (৪৫) ও মিলনের মেয়ে মীম (১৫)। এরা সকলেই বাঘা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১২-৭-১৯) দুপুর পৗণে ৩টায় বাঘা উপজেলার বাঘা-আড়ানি সড়কের তেথুলিয়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভটভটির যাত্রী আহত বানুয়ারা জানান, লালনের ছেলে মাহির মানতের জন্য বাঘায় হযরত শাহদৌলা (রহঃ)’র মাজারে গিয়েছিলেন। মানত শেষে তারা ২০-২২ জন ভটভটি যোগে বাড়িতে ফিরছিলেন। এসময় একই মাজার থেকে যাওয়া পুঠিয়াগামী বাসটি ভটভটিকে অভারটেক করে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাসের যাত্রী রাকিব হোসেন জানান,তারাও বাঘা মাজার থেকে একই সড়ক দিয়ে পুঠিয়ায় বাড়িতে ফিরছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা-আড়ানি সড়ক দিয়ে পুঠিয়ায় যাওয়ার পথে যাত্রীবাহি সাব্বির পরিবহন বাসটি (নাটোর-জ,০৪-৩০১) একই দিকে যাওয়া ভটভটিকে াভারটেক করে সাইড দিয়ে পার হওয়ার সময়,বাসের ধাক্কায় ভটভটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভটভটির প্রায় যাত্রীই আহত হয়। ঘটনাস্থল থেকে সটকে পড়া বাসটি আড়ানির চক সিংগা এলাকায় আটক করে জনতা। এসময় চালক ও হেলফার পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *