বাঘায় জীবন রক্ষাকারি ঔষধ বিক্রয়ে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জীবন রক্ষাকারি ঔষধ বিক্রয়ে জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫-৭-১৯) ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিসিডিএস আড়ানী উপ-শাখার আয়োজনে আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজিঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়েটিক বিক্রয় না করার বিষয়ে আলোচনা করা হয়।

বিসিডিএসের আড়ানী উপ-শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম হিমেলের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ। বিশেষ অতিথি ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম। বিসিডিএস আড়ানী উপ-শাখার সাধারণ সম্পাদক সুজাত আহম্মেদ তুফানের পরিচালনায় বক্তব্য রাখেন ফার্মাসিস্ট প্রভাষক গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফনি সরকার, আমিরুল ইসলাম, আবদুস সালাম, মানিক হোসেন প্রমুখ।

আয়োজিত সভায় ১২৫ জন গ্রামীণ চিকিৎসক ও ফার্মাসিস্ট অংশ গ্রহন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *