রাসায়নিক কারখানায় নারীর মৃত্যু, কারণ বলতে পারেননি ডাক্তার

রাজশাহী লীড

স্বদেশবাণী ডেস্ক:  বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বুধবার বিকালে ঝর্ণা বেগম ওরফে আশেয়া বেগম (৪৮) হঠাৎ শ্বাসকষ্টে মারা গেছেন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ বলতে পারেননি।

রাতে বিষয়টি প্রচার হওয়ার পর শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন কারখানার ডরমিটরিতে ওই নারী রান্নার কাজ করতেন। লাশ মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ঝর্ণা বেগম ওরফে আশেয়া বেগম মির্জাপুর এলাকায় এমপি বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে রান্নার কাজ করতেন। বুধবার বিকালে রান্না করার সময় হঠাৎ শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকাল ৪.৪০ মিনিটের দিকে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারেননি।

তবে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলছেন, কারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসে ওই গৃহবধূ মারা গেছেন। ওই ঘটনায় আরও ২-৩ জন অসুস্থ হলেও তাদের কথা স্বীকার করা হচ্ছে না। তাদের গোপনে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গৃহবধূ ঝর্ণা বেগম ওরফে আশেয়া বেগমের মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকও বলতে পারেননি। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে আরও কেউ অসুস্থ হয়েছেন কী না সে সম্পর্কে খোঁজ নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *