তুষার ধসে পর্বতারোহণ স্থগিত করল ইকুয়েডর

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  ইকুয়েডর শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে পাঁটি পর্বতে উঠা স্থগিত করেছে। ভয়াবহ তুষারধসে তিন পর্বতারোহী নিহত এবং অপর তিনজন নিখোঁজ হওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। খবর এএফপি’র।

পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পর্বতারোহীরা কমপক্ষে এক সপ্তাহের জন্য তুষারাবৃত্ত কায়াম্বি, কোটোপাক্সি, ইলিনিজা সুর, অন্তিসানা ও চিম্বোরাজো পর্বতের চূড়ায় উঠার সুযোগ পাবেন না।

গত রোববার চিম্বোরাজো পর্বতে আহোরণ করা ১৬ পর্বতারোহীর একটি গ্রুপ তুষারধসের শিকার হন। সেখানে এ দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান ও তিনজন নিখোঁজ হন। চিম্বোরাজো হচ্ছে ইকুয়েডরের সর্বোচ্চ পর্বত চূড়া।

ইকুয়েডরে শনিবার পাঁচদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এটি দেশটির চলতি বছরের সর্বোচ্চ ছুটি। আর এ ছুটি চলাকালে ১০ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *