কাউন্সিলর হত্যা: রিমান্ডে চার আসামির চাঞ্চল্যকর তথ্য

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক :  কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের মামলায় রিমান্ডে থাকা চার আসামি ঘটনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

মামলার ৬নং আসামি আশিকুর রহমান রকি, ৭নং আসামি মো. আলম, ৮নং আসামি জিসান মিয়া এবং ৯নং আসামি মাসুদ আলম ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এজহারভুক্ত এসব আসামি হত্যাকাণ্ডের প্রধান ঘাতক বন্দুকযুদ্ধে নিহত শাহ আলমসহ অন্যান্য ঘাতকদেরকে হত্যায় সহযোগিতা করেছেন।

পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা ডিবির এসআই পরিমল দাস জানান, পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি; যার ফলে ঘাতক, পরিকল্পনাকারী, অস্ত্রের জোগানদাতাসহ জড়িতরা দ্রুত গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, পাঁচ দিনের রিমান্ডে মামলার চার আসামি চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন। সব আসামির দেওয়া জবানবন্দিসহ এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্য মামলার তদন্ত ও অগ্রগতির কাজে লাগবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *