রাসিকের ১৯নং ওয়ার্ডে ৪৮টি সড়ক ও ৩৭টি ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠাম্ োউন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা, ড্রেন ও সিসি কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে হাজরাপুকুর জামে মসজিদ এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। নগরীর হাজরাপুকুর এলাকায় বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের বাড়ী হতে হাজরাপুকুর জামে মসজিদ হয়ে টুনুর বাড়ী পর্যন্ত কার্পেটিং সড়ক এবং টুনুর বাড়ী হতে সাহাতুল হাজীর বাড়ী হয়ে নুরুল হুদার বাড়ী পর্যন্ত পর্যন্ত সিসি রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়। এ প্যাকেজের আওতায় নগরীর ১৯নং ওয়ার্ডে ১৫টি নতুন কার্পেটিং সড়ক, ৭টি কার্পেটিং সড়ক পুনঃনির্মাণ, ১৮টি নতুন সিমেন্ট কংক্রিট সড়ক, ৮টি সিমেন্ট ক্রংক্রিট সড়ক পুনঃনির্মাণ, ৩৭টি টার্শিয়ারি নর্দমা নির্মাণ কাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা।

উদ্বোধনকালে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, দীর্ঘদিনের অবহেলিত এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন। মেয়র মহোদয়ের নির্দেশনায় এলাকার সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে এ ওয়ার্ডে ১শ ৩৩টি রাস্তা ও ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, ফুটপাতের কাজ চলমান রয়েছে। এছাড়াও এ এলাকায় ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ওয়ার্ডের উত্তরে আলিফ লাম মীম ভাটা মোড় হতে বিহাস পর্যন্ত নবনির্মিত সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক ১৯নং ওয়ার্ডের মধ্যে রয়েছে। সেখানে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হয়েছে। ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল চার লেন সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সকল সড়কের নির্মাণ কাজ সমাপ্ত হলে এলাকার জীবনমান ব্যাপক পরিবর্তন সাধিত হবে।

এ সময় রাসিকের ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, আলহাজ্জ্ব সাহাতুল ইসলাম, হেলাল উদ্দিন, হারুন অর রশিদ, হাসমত আলী, খায়ের উদ্দিন, আকলিমা বেগম, জেমি আক্তার, ইতি, বেলি বেগম, যুবনেতা রুমন শেখ, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, উপ-সহকারী প্রকৌশলী আলমুতি শারাফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *