‘সামান্য একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে’

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: সামান্য একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণ যখন কোনো সরকারকে চায় না তখন কোনো বিদেশি শক্তি তাকে রক্ষা করতে পারে না। যখন বিপদ আসবে পুলিশও তখন পাশে থাকবে না। জনগণই আমাদের শক্তি। তাই পাড়া-মহল্লায় আন্দোলন গড়ে তুলুন। সাহস করে রাজপথে নামলে সরকার বিদায় নেবেই।

বুধবার দুপুরে বগুড়া জেলা বিএনপির আয়োজনে শহরের নবাববাড়ি রোডের জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের চোখে ঘুম নেই। তিনি বলেন, মার্কিন সরকার র্যা বসহ কিছু সরকারি কর্মকর্তা ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে। এতেই তারা আতঙ্কিত। সামনে আরও কাদের নাম আসবে তা দেখার অপেক্ষায় জাতি।

ক্ষমতাসীন দলের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, গত ১২ বছরে অনেক করেছেন; এখন জাতির কাছে ক্ষমা চান, বিএনপির সাথে ভালো ব্যবহার করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের সময় শেষ। সামান্য একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। আমাদের কোনো অস্ত্রের দরকার নেই। জনগণই আমাদের অস্ত্র।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

বিশেষ অতিথির বক্তব্য দেন- চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মামুন  হাসান প্রমুখ।

কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে সরকার। এটা  দেশবাসী মেনে নিতে পারে না। তাই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *