বাঘায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় তিন ফার্মেসীর ১৫ হাজার টাকা অর্থদন্ড

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দায়ে তিন ফার্মেসীর মালিককে পনের হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন।

তারা হলেন- উপজেলা সদরে মিলিকবাঘার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিটি ফার্মেসী মালিক আলহাজ আনিছুর রহমান আঞ্জুর ৫ হাজার টাকা, ইস্তেয়াক ফার্মেসী মালিক কোয়েল হোসেনের ৫ হাজার টাকা ও জননী ফার্মেসী মালিক রাকিবুল হাসান মিলনের ৫ হাজার টাকা ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তিনটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। ড্রাগ-১/১৯৪০/২৭ ধারায় তাদের প্রত্যেককের ৫ হাজার টাকা করে পনের হাজার টাকা অর্থদন্ড করা হয়েছ ।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *