তানোরে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক সেবনের কূফল, বাল্যবিবাহ, ইভটিজিং নিয়ে ওসির মতবিনিময়

রাজশাহী
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের আয়োজনে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক সেবনের কূফল, বাল্যবিবাহ, ইভটিজিং,সাইবার ক্রাইম অপরাধসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনমূলক ও ফেসবুকের সু-ব্যবহার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে তানোর সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, তানোর পৌরসভা বিট পুলিশিং কর্মকর্তা এসআই হাফিজ উদ্দিন, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম,সহকারী শিক্ষক মুনজুর রহমান প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বর্তমানে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক হারে মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে।
এতে করে ছাত্র ছাত্রীদের লেখা পড়া ব্যহত হচ্ছে। অনেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে লেখা পড়া বাদ দিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। সেজন্য বিশেষ করে মাদক সেবনের কূফল, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম অপরাধসহ সামাজিক নানাবিধ অপরাধ প্রতিরোধে সচেতনমূলক থাকতে হবে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সু-ব্যবহার করতে সকল শিক্ষার্থীদের আহবান জানান ওসি কামরুজ্জামান মিয়া।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *