মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

জাতীয়

রওশন আলম : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন সহ বিভিন্ন কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সংগে মতবিনিময় করেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ।

এ সময় তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, বাজারে লট্ট্যা, পোয়া মাছ সহ বিভিন্ন মাছ মানব দেহের জন্য ক্ষতিকর। এগুলো স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এছাড়া আফ্রিকান মাগুর, পিরানহা ও সাকার ফিস দেশীয় মাছের বংশ বিস্তারের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো চাষাবাদে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সচেতন করতে হবে। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন করতে হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, স¤প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) তাসমিরাহ তাবাসসুম, ক্ষেত্র সহকারী মাহবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার জিয়াউর রহমান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রওশন আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংবাদিক ,সাজ্জাদুল তুহিন ,আপেল মাহমুদ হ্যাপি, রায়হান আলী, ওয়াশিম রাজু, সজিবুর রহমান সজীব, আখতারুজ্জামান নাঈম প্রমূখ ৷

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *