ভারতে বিষাক্ত মদপানে ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও বোটাদ জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ২৮ জন মারা গেছেন এবং ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মুকেশ পারমার বলেছেন, গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ওই স্থানে মদের উৎপাদন, বিক্রয় ও সেবন নিষিদ্ধ। মদে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুজরাট রাজ্যের পুলিশ প্রধান আশিস গুপ্তা বলেছেন, বিষাক্ত অ্যালকোহল বিক্রির সাথে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

ভারতে প্রায়ই অবৈধভাবে তৈরি বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা ঘটে। সস্তা মদের কার্যকারিতা বাড়ানোর জন্য অবৈধভাবে এগুলোতে কীটনাশকের মতো রাসায়নিক দ্রব্য মেশানো হয়।

অবৈধ মদও ভারতজুড়ে একটি বিশাল লাভজনক শিল্পে পরিণত হয়েছে। মাদকবিক্রেতারা এসব মদের জন্য কোনো কর দেয় না এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তারা সস্তায় এসব মদ বিক্রি করে থাকে।

২০২০ সালে ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ১২০ জন মারা যায়।

স্ব.বা/ রু.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *