বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নীতিমালাসহ কমিটি প্রকাশ

অন্যান্য স্বাস্থ্য

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা শাখার সকল প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক এর মালিক ও কর্মচারীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ ও নীতি মালা মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন । এই উপলক্ষ্যে রোববার ( ৭ আগস্ট) ফকিরহাট উপজেলা শাখার কমিটির নাম প্রকাশসহ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

উক্ত কমিটির মধ্যে কন্ঠভোটে নবনির্বাচিত হয়েছেন সভাপতি শেখ মোস্তাহিদ সুজা (৭১ হাসপাতাল), সাধারণ সম্পাদক শেখ আকরাম হোসেন (আহম্মদ ক্লিনিক), সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাজমুল হাসান (৭১ হাসপাতাল), সহ-সভাপতি ডাঃতমনাশ বসু(জ্যোতি ক্লিনিক), সহ-সভাপতি মিল্টন কুন্ডু(ডিজিটাল ডায়াগনস্টিক), সহ-সভাপতি ডাঃ শিকদার মাহফুজুর রহমান (শিকদার ক্লিনিক), যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (ডাক্তার পয়েন্ট), যুগ্ম সাধারণ সম্পাদক সোমনাথ (সেবা ডায়াগনস্টিক), প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম (সোনামণি ডায়াগনস্টিক), দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন (সততা ডায়াগনস্টিক) অর্থ সম্পাদক শেখ মোসলেম আলী(নিউ চায়না ডায়াগনস্টিক)।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর নীতিমালায় থাকছে, পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, প্রত্যেক সমমূল্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন করা, এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সমস্যা নিরসনে এগিয়ে আসা ,জরিমানা পরিষদে মাসিক চাঁদার মাধ্যমে ফান্ড তৈরি করা ,ডাক্তার কমিশন আলোচনার মাধ্যমে কমিয়ে আনা ,মাসিক সমন্বয় মিটিং করা ,সকল কাগজপত্র আপডেট রাখতে হবে ,ল্যাব টেকনোলজিষ্ট ছাড়া কোন প্রকার ল্যাব টেস্ট করা যাবে না ,আমাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সম্পর্কে বিরুপ মন্তব্য করতে পারবে না ,কোন প্রতিষ্ঠানের কর্মচারী অন্য প্রতিষ্ঠান নিয়োগ দিতে গেলে অবশ্যই পূর্বে প্রতিষ্ঠানের ছাড়পত্র থাকা অবশ্যক ,পরপর তিন কার্যসভা মিটিং ও অনুপস্থিত থাকলে বিনা নোটিশে উক্ত কার্য নির্বাহী কমিটি তারপর বা তার সদস্য পদ স্থগিত বা বাতিল করতে পারবে পুনরায় সদস্যপদ লাভের জন্য আবেদন করতে হবে ,উপরোক্ত নিয়ম-কানুন মেনে না চললে ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকিবে।

স্ব.বা/ম

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *