মান্দায় ৭০ বোতল চোলাই মদসহ আটক ৪

রাজশাহী

স্টাফ রিপোর্টার নওগাঁর মান্দায় ৭০ বোতল চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার দেলুয়াবাড়ী দক্ষিনপাড়া গ্রামের আনিছুর রহমানের বাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়।

জানাগেছে, চাঁদার দাবিতে শুক্রবার সকালে উপজেলার দেলুয়াবাড়ী বাজারের ব্যবসায়ী, শরিফ হোসেনের দোকান ঘরে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে মাদক ব্যবসায়ী আনিছুর রহমান তালা দেয়। তখন নিরুপায় হয়ে শরিফ পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ এ ফোন দেয়। ফোন দেওয়ার কিছুক্ষণ পরে থানার উপ-পরিদর্শক জান্নাত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়িতে চলে যায়। তালা দেওয়ার বিষয়টি জানতে পুলিশ অভিযুক্ত আনিছুর রহমানের বাড়িতে যান। অভিযুক্তের বাড়িতে প্রবেশের পূর্বেই পুলিশ চোলাই মদের সন্ধান পায়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে ৭০ বোতল চোলাই মদ উদ্ধার করেন। পরে চাঁদাবাজ অভিযুক্ত আনিছারসহ ৪ জনকে চোলাই মদসহ আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, উপজেলার দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪৮), ফতেপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মাসুদ রানা (২৫), রাজশাহী বাগামারা উপজেলার দেউপাড়া গ্রামের মৃত শরিয়তউল্লার ছেলে আব্দুর রহমান (৪২) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহাদুল ইসলাম (৪০) ।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, জোরপূর্বক দোকান ঘরে তালা মারার ঘটনায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে অভিযুক্ত   আনিছুর রহমানের বাড়িতে চোলাই মদ পাওয়া যায়। এজন্য তার বাড়ি থেকে থানার উপ-পরিদর্শক জান্নাত চোলাই মদসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *