বঙ্গোপসাগরে ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ

অন্যান্য লীড

স্বদেশ বাণী ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৭টি ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যে পিরোজপুর থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ আগস্ট) পিরোজপুর থেকে অর্ধশতাধিক ফিশিংবোট মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিম্নচাপ সৃষ্টি হলে সদর উপজেলার ২টি ও ইন্দুরকানী উপজেলার ৫টি ট্রলার নিখোঁজ হয়। এসব ট্রলারে শতাধিক জেলে রয়েছেন।

রোববার (২১ আগস্ট) জেলে পল্লীতে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। এসময় নিখোঁজ জেলেদের স্বজনদের আহাজারিতে জেলে পল্লীর আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

নিখোঁজ জেলে রফিকুল মাঝির স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘গত ১৩ আগস্ট আমার স্বামী সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাত থেকে ট্রলার ও অন্যান্য জেলেসহ তিনি নিখোঁজ রয়েছেন।’

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের হাওলাদার ফিসের আড়তদার মহসিন হাওলাদার বলেন, ‘সাগরে মাছ ধরতে গিয়ে আমার আড়তের ৫টি ট্রলারসহ ৭টি ট্রলার নিখোঁজ রয়েছে। নিখোঁজ বোটের সন্ধানে বর্তমানে পটুয়াখালীর মহিপুরে অবস্থান করছি।’

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে বিভিন্ন মহলে খোঁজ নিচ্ছি এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *