যশোরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কব্জি উড়ে গেল র‌্যাব কর্মকর্তার

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: যশোরে অভয়নগর থানা চত্বরে হাতবোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের হাতের কব্জি উড়ে গেছে। রোববার সকালে অভয়নগর থানা চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই কর্মকর্তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শহিদুল ইসলাম খুলনার খালিপুর র‌্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট)। তার বাড়ি সিলেট জেলায়।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিষ্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে।

র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন।

এ সময় প্রথম বোমাটি নিষ্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হন। অভয়নগর থানা পুলিশ তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *