রাজশাহীতে সংগঠনের সভাপতিকে যুবকের প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

রাজশাহী লীড

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর জনপ্রিয় সংগঠন সত্যের জয় সামাজিক সংগঠন। এই সংগঠনের সভাপতি সালাউদ্দীন খান সোহাগকে (৩৩) রাজশাহী নগরীর হোসনিগঞ্জের ফরিদ শেখ (৩২) নামের এক যুবক প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ আগস্ট) সভাপতি সোহাগ নিরাপত্তাহীনতায় বোয়ালিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

সালাউদ্দীন খান সোহাগ নগরীর হেতেম খাঁ এলাকার মৃত শাহাবুদ্দীন খানের ছেলে। প্রাণ নাশের হুমকিদাতা হোসনিগঞ্জের হাতেমের ছেলে ফরিদ শেখ (৩২)।

সংগঠনের সভাপতি জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টায় হোসনীগঞ্জে কিশোর গ্যাং এর আঘাতে মিঠু নামের এক ব্যক্তি আহত হয়। মিঠুকে প্রকাশ্যে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার সময় তাকে বাঁচাতে সাজ্জাদ নামের এক ব্যক্তি এগিয়ে আসলে তাকেও মেরে তারা আহত করে। এই সময় মিঠুর ওপর হামলাকারী হৃদয়, শাকিল আকাশসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে।

এই ঘটনায় আহতের বক্তব্যসহ ভিডিও ধারণ করি । এমন অপরাধ প্রতিরোধে যাতে প্রশাসন, জনসাধারণ ও জনপ্রতিনিধিরা যাতে এগিয়ে আসে এজন্য আমি ফেসবুকে ভিডিওটি আপলোড করি।
এরপর ভিডিও ডিলিট না করলে মার খাবি এমন হুমকি দিয়েছে ফরিদ শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়েছে।

নগরীর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান এ ঘটনা সম্পর্কে জানান, সোহাগ আর ফরিদ দুই বন্ধু। এলাকার ছোট ভাইদের মারামারিকে কেন্দ্র করে তাদের মধ্যে মনধরাধরি হতে পারে। পরে তারা ঠিক হয়ে যাবে।

স্ব.বা/ম

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *