পিয়াইন নদীতে সাঁতার কাটার সময় পর্যটকের মৃত্যু

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে সাঁতার কাটার সময় ইমন আহমদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ইমন নগরীর সুবিদবাজারের হাজিপাড়া এলাকার নীলাচল ৩৭নং বাসার স্বপন মিয়ার ছেলে।

নিহতের ভাই সুমন আহমদ জানান, বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে যায় ইমন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরীর রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ বলেন, শুক্রবার বিকালে ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে সিলেট নগরীতে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *